আবশ্যক: শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়, ডাকঘর: ডায়রা শরীফ (ভায়া সাহাপুর), উপজেলাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর এর জন্য সর্বশেষ সরকারি নিয়োগবিধি মোতাবেক শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক এবং একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীগণ সহকারী প্রধান শিক্ষক পদের জন্য ১০০০/= এবং নৈশপ্রহরী পদের জন্য ৫০০/= ব্যাংক ড্রাফট, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, NID এর ফটোকপি এবং কাগজপত্রসহ বিজ্ঞপ্তির তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।