ছাত্র-ছাত্রীদের জন্য সাধারণ নিয়ম
অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিম্নে উল্লেখিত নিয়মাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে :
১। বিদ্যালয়ের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে ও শৃঙ্খলা বজায় রাখতে হবে ।
২। বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হবে ।
৩। নিয়মিত ও যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে ।
৪। বিদ্যালয় প্রাঙ্গণে শুদ্ধভাবে বাংলা ও ইংরেজি বলতে হবে ।
৫। নিয়মিত বাড়ির কাজ করতে হবে এবং প্রয়োজনীয় বই-খাতা আনতে হবে ।
৬। বিদ্যালয়ের জিনিসপত্র সঠিকভাবে ব্যবহার করতে হবে ।
৭। বিদ্যালয়ে দামি ও আকর্ষণীয় স্টেশনারী আনা যাবে না ।
৮। কোনো প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন, পাঠ্য বই ছাড়া অন্য কোনো বই এবং অননুমোদিত কোনো কিছুই বিদ্যালয়ে আনা যাবে না। নিষিদ্ধ কিছু বিদ্যালয়ে আনলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে ।
৯। শ্রেণিকক্ষে ভদ্রতার সহিত অবস্থান করে পড়ালেখা আয়ত্ত করতে হবে ।
১০। পরীক্ষার হলে নকলসহ অন্যান্য অনৈতিক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ।