শ্রেণি কক্ষে পাঠদান পদ্ধতি

◘ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সৎ ও যোগ্য মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে পাঠদান করানো হয় ।

◘ একাডেমিক ক্যালেন্ডার ও পাঠক্রম অনুযায়ী পাঠদান ।

◘ সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ ।

◘ আধুনিক কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার ।

◘ মাল্টি-মিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে পাঠদান ।

◘ ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান। 

◘ দৈনিক নির্ধারিত সময়ে সকল ছাত্র/ছাত্রীদের নৈতিক শিক্ষার উপর পাঠদান।

◘ ডিজিটাল কন্টেন্ট সমৃদ্ধ কারিকুলাম ।

◘ এল. ই. ডি. টিভি এবং প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শ্রেণি কক্ষে পাঠ দান ।

◘ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য রয়েছে ডাটাবেজ ব্যবস্থা ।

◘ বিজ্ঞান, কম্পিউটার ও গণিতের বিশেষ ব্যবহারিক ক্লাস ।