অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকল মহলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে। সকলকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ক্রমিক নং- | সময় | কর্মসূচি |
০১ | সকাল ৬.৩০ ঘটিকা | জাতীয় পতাকা উত্তোলন |
০২ | সকাল ৯.০০ ঘটিকা | চিত্রাঙ্কন প্রতিযোগিতা |
০৩ | সকাল ৯.৩০ ঘটিকা | রচনা প্রতিযোগিতা (রচনার বিষয়ঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ) |
০৪ | সকাল ১০.১৫ ঘটিকা | কবিতা আবৃতি প্রতিযোগিতা |
০৫ | সকাল ১১.০০ ঘটিকা | হামদ-নাত প্রতিযোগিতা |
০৬ | সকাল ১১.৩০ ঘটিকা | বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা |
০৭ | দুপুর ১২.৩০ ঘটিকা | মিলাদ ও দোয়ার আয়োজন |
প্রধান শিক্ষক
শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়
রামগঞ্জ, লক্ষ্মীপুর